প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে আজ। আলোচনার জন্য প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক হবে। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা করা করা হবে।
সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জমা দিচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যে মতামত জমা দিতে না পারা দলগুলো পরবর্তীতে সময় চেয়ে পর্যায়ক্রমে তাদের মতামত দিতে শুরু করেছে। আজ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মতামত জমা দেওয়ার কথা রয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজের কাছে দলটির মতামত জমা দেবেন বলে জানা গেছে।
অন্যদিকে, বিএনপির পক্ষ থেকেও মতামত চূড়ান্ত হয়েছে। দলীয় সূত্র অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ অথবা শনিবার দলীয় মতামত কমিশনে জমা দিতে পারেন।
বৈঠকে এলডিপির সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। অন্যদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ সাকলায়েন ও অধ্যাপক ওমর ফারুক।
আবা/এসআর/২৫