আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলসহ সকল ধরেণের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ শনিবার (২২ মার্চ) বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস রিলিজে বলা হয়, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার বিকাল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত বিক্ষোভ সমাবেশে এনসিপির সব নেতাকর্মীকে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হলো।
শুক্রবার (২১ মার্চ) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে গণহত্যাকারী ও ফ্যাসিস্ট দল আখ্যায়িত করে আইনের মাধ্যমে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে এনসিপি। এই দাবিতে সারাদেশে বিক্ষোভের আহ্বান জানিয়েছে দলটি। এছাড়া ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আবা/এসআর/২৫