ক্ষমতায় বসার জন্য নির্বাচন চাপিয়ে দিলে মানা হবে না: নাহিদ ইসলাম

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১২:৪২ | অনলাইন সংস্করণ

ক্ষমতায় বসার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হলে তা মানা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরি পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়, ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তা মানা হবে না।

তিনি বলেন, একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।

এনসিপি নেতা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে।

এছাড়া সংবিধান আঁকড়ে রেখে পুরোনো বন্দোবস্তেই দেশকে নিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন তিনি।