অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বিএনপি নির্ধারিত নির্বাচন রোডম্যাপ জানতে চেয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল, সেই অনুরোধে সাড়া দিয়ে বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় বৈঠকের সময় নির্ধারণ করেছে ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘এবার দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তুটি খানিকটা ভিন্ন। আমরা মূলত নির্বাচন নিয়ে সরাসরি কথা বলতেই যাচ্ছি। কারণ, গতবার আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলাম, তখন তিনি আশ্বস্ত করেছিলেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরাও তার কথায় আশ্বাস্ত হয়েছিলাম কারণ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ১৮ মাস সময় যথেষ্ট।’
সালাহউদ্দিন বলেন, ‘আমরা তখন প্রধান উপদেষ্টাকে বলে এসেছিলাম, নির্বাচনসংক্রান্ত আপনার দেওয়া এই রোডম্যাপের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন এবং বিষয়টি সুস্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরবেন। কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। কিন্তু বিভিন্ন সময়ে সরকারের উপদেষ্টাদের বক্তৃতায় উল্লেখ করা হয় যে, জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন- ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। ফলে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা থেকেই যাচ্ছে।’
বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী এই নেতা বলেন, ‘প্রধান উপদেষ্টা একাধিকবার এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। নির্বাচনের দিনক্ষণ নিয়ে সরকারের মনোভাব আমরা সুনির্দিষ্টভাবে জানা ও বোঝার চেষ্টা করবো। সে অনুযায়ী তাকে (প্রধান উপদেষ্টা) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আমরা আহ্বান জানাবো।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী এক সদস্য বলেন, বিএনপির দাবি থাকবে ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচন করার। সেই অনুযায়ী রোডম্যাপ ঘোষণার বিষয়ে প্রস্তাব তুলে ধরা হবে। তবে, সরকার আগামী বছরের শুরুতে নির্বাচন করতে চাইলেও বিএনপি আপত্তি জানাবে না। কিন্তু সেটার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে।
আবা/এসআর/২৫