ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিইসির সঙ্গে এনসিপির বৈঠক আজ

সিইসির সঙ্গে এনসিপির বৈঠক আজ

আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২০ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে এনসিপি প্রতিনিধি দল নির্বাচন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে। সভায় নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে এনসিপির পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। দলটি রাষ্ট্রের মৌলিক সংস্কার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সোচ্চার।

আবা/এসআর/২৫

সিইসি,বৈঠক,এনসিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত