আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বৃহত্তর মোহাম্মদপুর জোন। আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দিয়েছে দলটি।
সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় মোহাম্মদপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ হয়।
মিছিলপূর্ব সমাবেশে আকরাম হুসেইন বলেন, গণঅভ্যুত্থানের আট মাস পরেও এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নামে সরকারি গেজেট প্রকাশ করা হয়নি। যা খুবই দুঃখজনক। প্রশাসনের আড়ালে এখনো আওয়ামী লীগকে পুনর্বাসন করার পাঁয়তারা করা হচ্ছে। যা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের সঙ্গে প্রত্যক্ষ গাদ্দারি। একটি গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে।
একইসাথে এই সন্ত্রাসী সংগঠনের কোনো প্রকার পুনর্বাসনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র-জনতা রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন না; এটি একটি ফ্যাসিবাদী ও মাফিয়া দল। যারাই এখন এই দলকে নতুন বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার প্রয়াস চালাচ্ছেন, তাদের মাথায় রাখতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে জনরায় ঘোষিত হয়েছে ৩৬ জুলাইয়ে।
এনসিপি নেতাদের অভিযোগ, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষ নেয়ার চেষ্টা করছে কয়েকটি দল৷ এমন হলে এনসিপি তাদের বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে৷ বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করেন বক্তারা৷
আবা/এসআর/২৫