বিবিসি বাংলার খবর

জাহাঙ্গীর আলমকে গাজীপুরের মেয়র পদ থেকেও সরিয়ে দেয়া হবে?

প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ১৬:০৫ | অনলাইন সংস্করণ

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প এলাকা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে শুক্রবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মি: আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একইসাথে দলে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগের নেতারা বিবিসিকে জানিয়েছেন, একই সঙ্গে জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের পদ থেকেও সরিয়ে দেয়ার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর জানানো হয়, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের শহীদের নিয়ে কটাক্ষ করে মি. আলম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সেজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বিবিসিকে বলেছেন, জাহাঙ্গীর আলম ২০১৮ সালে দলীয় মনোনয়নে গাজীপুরের মেয়র নির্বাচিত হয়েছিলেন। এখন দল থেকে বহিষ্কার করায় তিনি মেয়র পদে থাকতে পারবেন না। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের এই সিদ্ধান্ত এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে এবং এরপর মন্ত্রণালয় আইনগত ব্যবস্থা নেবে।

গত সেপ্টেম্বর মাসে গাজীপুরের মেয়রের এক অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

সেই অডিওতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে তাকে কটু মন্তব্য করতে শোনা যায়।

অডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর গাজীপুরে আওয়ামী লীগ এবং সেখানকার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন।

গাজীপুর আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অবস্থান নিয়ে সে সময় বিক্ষোভও করেছেন।

এই পটভূমিতে তার বিরুদ্ধে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কেন আনা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এখন শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হলো।

দলের এই সিদ্ধান্তের ব্যাপারে জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হয়নি।

দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানার পর তিনি সংবাদ সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন মি. আলম।

জাহাঙ্গীর আলম অবশ্য বলছেন, তিনি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছিলেন। এরপরও তিনি মনে করেন, তার বক্তব্য না শুনে একতরফাভাবে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

এর আগে যখন অডিও ভাইরাল হয়েছিল, তখন মি: আলম সংবাদমাধ্যমে বলেছিলেন, একটি মহল তার বিরুদ্ধে চক্রান্ত করে একটি এডিটেড অডিও প্রচার করেছে।

তবে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী নিজে সেই অডিও এবং ঘটনার সব তথ্য যাচাই করেছেন এবং এরপরই মি: আলমকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর- বিবিসি বাংলা।