ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রূপশৈলী

রূপচর্চায় সহজ কিছু

ত্বকে আর্দ্রতা ধরে রাখা ছাড়াও সাধারণ বডি লোশন আরও নানাভাবে ব্যবহার করা যায়। লিখেছেন- সুমাইয়া আক্তার
রূপচর্চায় সহজ কিছু

ত্বকের মৃত কোষ দূর করতে : বাড়িতে স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন। লোশনের মধ্যে দু-তিন চামচ চিনি ফেলে দিন। চিনি দিয়ে তৈরি স্ক্রাব ত্বকের ধুলো-ময়লা পরিষ্কার করে মৃত কোষ সরিয়ে দিতে পারে চোখের পলকেই।

হাতে পায়ের লোম তুলতে : সাধারণত ওয়্যাক্স কিংবা শেভ করার পর আমরা হাত পায়ে লোশন লাগিয়ে নিই। যাতে ত্বক রুক্ষ না হয়ে যায়। কিন্তু জানেন কি, এ লোশন দিয়েই হাত পায়ের অবাঞ্ছিত লোমও অনায়াশে তুলে ফেলতে পারবেন?

রূপ-রুটিন আরও কার্যকর করে তুলতে : ত্বক অতিরিক্ত রুক্ষ ও ঠান্ডা হয়ে থাকলে কোনো ক্রিম বা সিরাম তেমন কাজ করে না। যদি একটি নরম তোয়ালে একটু গরম পানিতে ভিজিয়ে গা মুছে নেন, তা হলে ত্বক নরম হবে। এরপর যদি সারা গায়ে লোশন লাগান, খুব সহজেই ত্বক আর্দ্র হয়ে উঠবে।

শরীরচর্চার আগে রক্ষাকবচ : শরীরচর্চা করার সময়ে শরীর থেকে ঘামের মাধ্যমে অনেকটা পানি বেরিয়ে যায়। তাতে ত্বকও হয়ে ওঠে রুক্ষ। যদি শরীরচর্চা করার আগে বডি লোশন লাগিয়ে নেন, তা হলে এ সমস্যা অনেকটাই কমবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত