রূপশৈলী
ঈদের আগে ঘরোয়াভাবে ত্বকের যত্ন
ঈদের আগে থেকেই নিয়মিত নিন ত্বকের যত্ন। যেন উৎসবের সাজে আপনাকে লাগে প্রাণবন্ত। লিখেছেন- সুমাইয়া আক্তার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শসার প্যাক : গরমে ত্বক সুস্থ ও সতেজ রাখতে অন্যতম কার্যকরী উপাদান হলো শসার প্যাক। এসময় ত্বক অনেকটা শুষ্ক হয়ে পড়ে। তৈলাক্ত ত্বকও বার বার পরিষ্কার করার প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে শসার প্যাক। প্যাক তৈরির জন্য শসার পেস্ট ও মসুরের ডাল বাটা মিশিয়ে নিতে হবে। এর পর মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে মিনিট পনেরো। শুকিয়ে টান ধরলে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এতে ত্বক উজ্জ্বল হবে, সেইসঙ্গে ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাবও দূর হবে।
ময়েশ্চারাইজিং ফেসপ্যাক : গরম হোক কিংবা শীত, ত্বকের আর্দ্রতা ধরে রাখা জরুরি। কারণ ত্বক আর্দ্রতা হারিয়ে ফেললে তা জন্ম দিতে পারে বলিরেখার। ফলে আপনাকে অল্প বয়সেই দেখতে বয়স্ক লাগে। এ ছাড়া আরও সমস্যার কারণ হয়েও দাঁড়াতে পারে। গোলাপের পাপড়ি ও খেজুর দুধে ভিজিয়ে রাখুন ২/৩ ঘণ্টার মতো। এর পর পেস্ট করে চন্দনের গুঁড়া মিশিয়ে নিন। ত্বকে ব্যবহার করুন এ মিশ্রণ। শুকিয়ে এলে পরিষ্কার ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এতে ত্বক মসৃণ হবে। বজায় থাকবে ত্বকের আর্দ্রতা।