ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উৎসবে সবার আগে সোনামণিরা

সাঈদুজ্জামান সৈকত
উৎসবে সবার আগে সোনামণিরা

উৎসব-পার্বণ, ধর্মীয়-সামাজিক বা পারিবারিক যে কোনো আনন্দে শিশুদের হাসিখুশি মুখ আমাদের সবার কাম্য। এজন্য তাদের খুশির জন্য কেনাকাটায়ও সবার আগে প্রাধান্য দেওয়া হয়। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। সেজন্য মার্কেটগুলোতে এখনই দেখা যাচ্ছে শিশুদের পোশাক কেনার বেশ চাহিদা। যমুনা ফিউচার পার্কে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আসা ফারিয়া বেগম তার ছেলের জন্য কিনেছেন পাঞ্জাবি আর মেয়ের জন্য কিনেছেন টপস। তিনি বলেন, ছোটদের খুশি মানেই তো বড়দের খুশি। আর ওদের খুশি দেখার জন্যই তো আমরা উদগ্রীব থাকি। যমুনা ফিউচার পার্কের একটি ফ্যাশন হাউসের বিক্রয় কর্মী আলী হোসেন বলেন, রোজার শুরু থেকে বড়দের চেয়ে ছোটদের পোশাকই বেশি বিক্রি হয়ে থাকে।

ঈদকে সামনে রেখে বরাবরের মতো এবারও দেশীয় ফ্যাশন হাউস ও ব্র্যান্ডগুলো বড়দের পোশাকের পাশাপাশি ছোটদের পোশাকের বেশ সংগ্রহ রেখেছে। তবে ছোটদের পোশাক কেনার ক্ষেত্রে সুন্দর বা ঝলমলের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আরামের প্রতি। রং ও নকশার দিকে না তাকিয়ে যে পোশাক পরে শিশু আরাম বোধ করবে সে পোশাকই কেনা উচিত। কারণ অনেক সময় পোশাকের রং থেকেও শিশুর ত্বকের ক্ষতি হতে পারে, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। কিংবা পোশাক পরে শিশু আরাম বোধ না করলে তার মন খারাপের সম্ভাবনাও থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত