অ্যালোভেরা ও নারকেল তেল : অ্যালোভেরা চুলের যত্নেও দারুণ ভূমিকা রাখে। ৪ টেবিল চামচ অ্যালোভেরার সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিন। এর পর এ মিশ্রণটি চুলে ভালো করে মেখে ৩০ মিনিট রাখুন। এর পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন এটি ব্যবহার করলেই সুফল পাবেন।
অলিভঅয়েল ও ডিমের সাদা অংশ : এ দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এর পর সেটি চুলের গোড়ায় লাগিয়ে নিন। ২০ থেকে ৩০ মিনিট রাখুন। এর পর শ্যাম্পু করে নিন। এ প্যাক চুল ঝরা রোধ করবে।
পেঁয়াজের রস ও মধু : পেঁয়াজ চুলের যত্নে দারুণ ভূমিকা পালন করে। পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিন মধু। এর পর এ মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে নিন। এর পর ২০ মিনিট রাখুন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। সপ্তাতে ২ থেকে ৩ দিন এটি করতে পারলে দারুণ উপকার পাবেন।