সৃজনশীল পেশা হিসেবে এখন অনেক তরুণ ফটোগ্রাফির কাজ বেছে নিচ্ছেন। তবে এ পেশায় নিজের দক্ষতার পাশাপাশি শৈল্পিক জ্ঞান থাকাও জরুরি। এ ছাড়া বর্তমানে এ পেশার যথেষ্ট চাহিদাও রয়েছে এবং অনেকেই এ পেশায় নিজের ক্যারিয়ার গড়ে এগিয়েছেন। তেমনই একজন
ফটোগ্রাফার মির্জা সজল রায়হান। তিনি ২০১১ সাল থেকে পেশাদার ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে ওয়েডিং ফটোগ্রাফির পাশাপাশি বিভিন্ন ইভেন্টের ফটোগ্রাফির কাজও করছেন তিনি। মির্জা সজল রায়হান বলেন, বন্ধুদের সহযোগিতায় ফটোগ্রাফিতে ক্যারিয়ার গড়া। তারা আমাকে শুরু থেকে সব ধরনের সহযোগিতা করে আসছে। এখন আমার প্রতিষ্ঠান ওয়েডিং ডিভাইনে অনেকের কর্মসংস্থানও হয়েছে। এ ছাড়া বর্তমানে ফটোগ্রাফির ৩৬০ ডিগ্রি সলিউশন আমরা দিয়ে থাকি। চাইলে গ্রাহকরা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আমাদের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারবেন। এজন্য আমাদের রয়েছে ওয়েবসাইট ও ফেইসবুক পেজ। ফেইসবুক পেজ : www.facebook.com/WeddingDivine