পিএমকের ব্র্যান্ডিং প্রকল্প
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’ নারায়ণগঞ্জের হোসিয়ারি ব্যবসায়ীদের নিয়ে পরিচালিত হয়। প্রকল্পের আওতায় হোসিয়ারি ব্যবসায়ীদের অর্থনৈতিক সুবিধা প্রদান ও ব্যবসার পরিবেশ উন্নয়নমূলক ট্রেনিংয়ের ব্যবস্থা, কারখানার নিরাপত্তার জন্য ফায়ার এক্সটিংগুইসার, ফার্স্ট এইড বক্স, পোস্টার, সাইন, সিম্বল ইত্যাদি প্রদান করা হয়। পাশাপাশি ড্রিমার্স অ্যান্ড ডুয়ার্সের মাধ্যমে হোসিয়ারি পণ্যের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ও অনলাইন মার্কেটিংয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের জন্য লোগো, প্যাকেজিং ডিজাইন, পিএমকে-এসইপি ওয়েবসাইট, ফেইসবুক পেজ, মেসেঞ্জার গ্রুপ তৈরি করার ফলে হোসিয়ারি উদ্যোক্তারা এর সুফল পাচ্ছেন। এ ছাড়া হোসিয়ারি ব্যবসায়ীদের অগ্নিনিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে ট্রেনিং ও ফায়ার ড্রিলের মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।