সকালে অফিস সন্ধ্যায় পার্টি চটজলদি মেকআপ

রুমানা ইসলাম

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

শুরুটা করি সকাল থেকে অর্থাৎ অফিসে যাবার জন্য তৈরি হবার সময় থেকেই। প্রথমে মুখটা ভালোভাবে ক্লিন করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। এরপর ত্বকের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন লাগিয়ে ভালো কোনো বিউটিব্লেন্ডারের সাহায্যে সারা মুখে ব্লেন্ড করে নিন। ত্বকে কোনো দাগ থাকলে কনসিলার দিয়ে তা ঢাকতে হবে। এরপর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিন। আইব্রো পেনসিলের সাহায্যে আইব্রোটাকে হালকা লাইন করে নিন। তারপর চোখের পাতায় লাগিয়ে নিন হালকা ব্রাউন কোনো শ?্যাডো যেহেতু সকালবেলায় বেরুচ্ছেন। ভালো লাগলে চোখের ওপরে আর নিচের পাতায় বুলিয়ে নিন কালো বা গাঢ় বাদামি কাজল বা আইলাইনার। এবার গালে হালকা ব্লাশন আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক বা লিপগ- সে পুরোপুরি কমপ্লিট হলো আপনার অফিসের সাজ। এখন অফিস শেষে পার্টিতে যাবার পালা: সারাদিনের সিম্পল মেকআপ লুকটাকেই এবার করে তুলতে হবে ঝলমলে পার্টি লুক। এজন?্য প্রথমেই টিস্যু দিয়ে আলতো হাতে চেপে চেপে ত্বকের উপরে জমে থাকা সারাদিনের তৈলাক্ততাকে মুছে নিতে হবে। এরপর ত্বকে বুলিয়ে নিন হালকা কমপ্যাক্ট পাউডার, ব্যাস ত্বকটা আবার হয়ে গেল একদম ফ্রেশ। এবার চোখের পাতার বাদামি আইশ্যাডোর উপরে পছন্দ মতো রঙের গি-টার আইশ্যাডো লাগিয়ে বাদামি শ্যাডোটার সঙ্গে ভালোমতো ব্লেন্ড করে নিন। অথবা তা না চাইলে চোখের পাতার আইলাইনারের কোল ঘেঁষে গি�টার লাইনারও লাগিয়ে নিতে পারেন। এবার আইল্যাশ কার্লার দিয়ে ল্যাশগুলোকে কার্ল করে দু’কোট মাশকারা লাগিয়ে নিলেই ব্যাস আপনার চোখ দুটো হয়ে উঠবে ড্রামাটিক।