পোষা প্রাণীর সঙ্গে মানুষের বন্ধুত্ব অনেক পুরোনো। আপনার একাকিত্বের এ সঙ্গী একটু একটু করে আপনার জীবনের বিশাল একটি অংশ হয়ে যায় সময়ের সঙ্গে। তাদের সঙ্গে কাটানো অনেক মুহূর্ত তাই আমরা বন্দি করতে চাই স্মৃতির পাতায়। পোষা প্রাণীর খুনসুটি আপনাকে যেমন আনন্দ দেয় তেমনি বিষণ্ণতা থেকেও রাখে অনেক দূরে। তাই পরম এ বন্ধুটির চাই কিছুটা যত্ন আর সুরক্ষা। ইট-পাথরের এ ব্যস্ত শহরে পোষ্য মানেই বিড়াল, কুকুর, পাখি কিংবা কবুতরের দেখা মিলে অন্দরমহলে। মানুষের সঙ্গে এরা যেমন খুব সহজেই মিশে যেতে পারে তেমনি অবলা এ বোবা প্রাণীগুলো তাদের সবটুকুই মানে তার আশপাশের চারদেয়ালকে। মানুষ যেমন এক জায়গায় থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে তেমনটি ঘটে তাদের সঙ্গেও। তাই তাদের ঘরে বন্দি করে না রেখে প্রায়ই বাইরে নিয়ে ঘুরে আসতে পারেন। এতে তাদের যেমন ভালো লাগবে তেমনি আশপাশের এড়িয়া চেনা-জানার ফলে কখনো হারিয়ে গেলেও নিজেরাই বাসা খুঁজে ফিরে আসতে পারবে। অন্যদিকে বিড়ালের ক্ষেত্রে বাসা অবশ্যই ক্যাট প্রুফ করে নিয়ে তার পরেই আপনার এ পোষ্যকে নতুন ঘরে স্বাগত জানাতে হবে। বিড়ালের খাবারের ক্ষেত্রেও সমানভাবে লক্ষ্য রাখতে হবে। ছোট বিড়াল ছানাদের ক্ষেত্রে খাবারের রুটিন ভিন্ন রকম এবং বড় বিড়াল ছানাদের ক্ষেত্রেও আলাদা রুটিন চার্ট করে নিতে হবে।