শীতের পোশাক

সারা দেশে ছড়ানো ইজির সব আউটলেট ছাড়াও ইজির সব পোশাক পাওয়া যাচ্ছে ইজির অফিসিয়াল ফেসবুক পেজে

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জীবনশেলী ডেস্ক

শীতে ছেলেদের ফ্যাশনেবল এবং উপযোগী পোশাক কেমন হবে তা নিয়ে চলে নানা ভাবনা। যেনতেন পোশাক নয়, সঠিকটি বেছে নিয়ে তৈরি করতে হবে নিজের স্টাইল স্টেটমেন্ট। শীতের স্মার্ট ও স্টাইলিশ পোশাকের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো হুডি ও সোয়েটশার্ট। ছেলে ও মেয়ের উভয়ের মধ্যেই ট্রেন্ডি এই পোশাক। সাধারণত মোট সুতি কাপড়ে তৈরি হয় সোয়েটশার্ট। তবে এখন সুতি ছাড়াও শীত উপযোগী ভারী ফেব্রিক ব্যবহার করা হয়। শুরুর দিকে সোয়েটশার্টে হুডি ব্যবহার করা হতো, তবে এখন হুডি ছাড়াও ক্যাজুয়াল সোয়েটশার্ট ডিজাইন করা হয়। মূলত হুডি ফ্যাশন সোয়েটশার্ট থেকেই এসেছে। সেই সময়ে সোয়েটশার্টকে বলা হতো হুডেড সোয়েটশার্ট। দেশীয় ফ্যাশন ব্র্যান্ডে জনপ্রিয় ফ্যাশন হাউজ ইজি-তে মিলবে ছেলেদের জন্য শীতের ট্রেন্ডি ও স্মার্ট কালেকশন। পোশাকের মধ্যে শার্ট সব সময় ফ্যাশনে ইন। এখন শার্টের কাটিং, প্যাটার্ন এবং ডিজাইনে এসেছে নানা পরিবর্তন। আবার ফিটে দেখা যায় ভিন্নতা। তাই ক্যাজুয়াল লুক পেতে তরুণসহ যেকোনো বয়সি পুরুষদের কাছে ক্যাজুয়াল শার্টই প্রথম পছন্দ। ইজিতে পাওয়া যাবে সমসাময়িক প্রিন্ট, চেক, স্ট্রাইপ আবার বেশকিছু ক্ল্যাসিক চেক এবং স্ট্রাইপ শার্ট। যা জিন্সের সঙ্গে দেবে আরো ক্লাসি লুক। এমনকি গ্যাবার্ডিন বা ফরমাল প্যান্টের সঙ্গেও চমৎকার মানিয়ে যাবে। এ ছাড়া কটন, লিনেন, রেয়ন ফ্যাব্রিকে তৈরি আবহাওয়া উপযোগী শার্ট রয়েছে। যা হবে স্বস্তিদায়ক, স্লিম ও কমফোর্ট ফিটেড। দেশব্যাপী ইজির সবক’টি আউটলেট সেজেছে শীত সম্ভারে। ইজির শীত পোশাকের মধ্যে আরো রয়েছে ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, কোট, হুডি, ফুলস্লীভ টি শার্ট, ইত্যাদি। আর এর বাইরে নিয়মিত সব সংগ্রহতো থাকছেই। ইজির পোশাকগুলোর রং ও ফেব্রিকে রয়েছে বৈচিত্র্য। মূলত তরুণ-তরুণীদের কাছে ইজির পোশাকের রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। সারা দেশে ছড়ানো ইজির সব আউটলেট ছাড়াও ইজির সব পোশাক পাওয়া যাচ্ছে ইজির অফিসিয়াল ফেসবুক পেজে।