শীতে বিছানার যত্নআত্তি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জীবনশৈলী ডেস্ক

এখন বেশ শীত পড়েছে। এই সময়টা গরম বিছানার চেয়ে আরামদায়ক আর কিছু হয় না। তবে ঠিকঠাক আরামের জন্য বিছানাপত্রেরও দরকার যত্ন। রইল তারই পরামর্শ। গ্রীষ্মের হালকা সুতির চাদর যেভাবে ব্যবহার করা যায়, শীতের লেপ-কম্বল ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না। আর প্রত্যেকটি আচ্ছাদনের প্রকৃতিও একরকম নয়। তাই যত্নের রকমফেরের সঙ্গে কোনটার কী ধরন, সেটাও জানা প্রয়োজন। বাড়িতে যদি বয়স্ক বা অসুস্থ কেউ থাকে, তবে তাদের জন্য রাখতে পারেন ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। এই ব্ল্যাঙ্কেটের একটু লো ভোল্টেজের হলে ভাল হয়। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি গরম না হয়। গরম হলে, বন্ধ করে দিন পরে আবার চলান। হাই ব্লাডপ্রেশারের কারণে, অনেকের গরম বেশি লাগে। বেশি ভারী কিছু তাঁরা গায়ে দিতে পারেন না। তাই এরকম সমস্যা থাকলে, পাতলা ব্ল্যাঙ্কেট কিনতে পারেন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে, রুম হিটার রাখতে পারেন। এটিও খুব কমফোর্টেবল রাখবে। আর খুব ঠান্ডা পড়লে লেপ বা মোটা কম্বল তো আছেই, কম্বলে সবসময়ই সুন্দর কভার পরিয়ে নেবেন। এতে গায়ে দিতেও আরাম হয়, আবার যাদের অ্যালার্জির সমস্যা আছে, তাদেরও কোনও অসুবিধে হয় না। তবে খুব বেশি শীত পড়লে মোটা একটা লেপের চেয়ে, দুটো পাতলা বালাপোশ গায়ে দেওয়া। কিন্তু অনেক বেশি আরামদায়ক। শীতের বিছানাপত্র রোদে দেওয়া গেলে খুব ভালো। যত দামি, আধুনিক ওয়ারড্রবে, পরম যতনে তা রাখুন না কেন, লম্বা একটা সময় তার ব্যবহার না হওয়ার পর, সেটা কিন্তু অবশ্যই রোদে দেওয়া প্রয়োজন। যদি ছাদে দেওয়া সম্ভব না হয়, বারান্দায় দিন। বারান্দা খুব ছোট হলে, ঘরের যেখানে আলো আসে, সেখানে দিন। তারপর ব্যবহার করুন।