ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পোশাকে ভালোবাসার রং

পোশাকে ভালোবাসার রং

এই সময়টাতে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে পোশাক ব্যবহারের একটা ধারা চালু হয়েছে। বর্তমান সময়ে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দেশের ফ্যাশন হাউসগুলো বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে থাকে। বেদনার রং যদি নীল হয় তাহলে ভালোবাসার রং নিশ্চিত লাল। তাই বরাবরের মতো এবারও ফ্যাশন আউটলেট আর্ট ভালোবাসার রং লাল, গোলাপীকে প্রাধান্য দিয়ে আরামদায়ক পোশাক এনেছে।

এলিট লাইফ স্ট্যাইল : ‘এলিট লাইফ স্টাইল’ ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সব রকম পোশাকের আয়োজন করেছে। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘এলিট লাইফ স্টাইল’ ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের ব্লেজার নিয়ে এসেছে। ব্লেজারগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন। এলিটের ব্লেজারগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। ব্লেজারের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য। যে কোনো পরিবেশে এবং পার্টির জন্য মানানসই ব্লেজার। এ ছাড়াও এলিটের বসন্ত ঋতুর নতুন কালেকশনে রয়েছে নিত্য নতুন ডিজাইনের শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পাঞ্জাবি, পাজামা। রয়েছে মেয়েদের আধুনিক ও রুচিসম্মত ডিজানের টপস, সিঙ্গেল পিস, কামিজ, কুর্তি, ডেনিম, প্লাজু, লেগিংস। রয়েছে দেশ-বিদেশের খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক। এলিটের প্রতিটি পোশাকে রয়েছে উৎসবের ছোঁয়া। এলিফেন্ট রোডে পাওয়া যাবে এই হাউজের শো রুম।

এমপের : বরাবরের মতো এবারও পাঞ্জাবি হাউজ এমপেরের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ভালোবাসার রং লালের কথা মাথায় রেখে লাল রংয়ের দৃষ্টিনন্দন পাঞ্জাবি এনেছে। পাঞ্জাবি হাউজ এমপেরের এই ভালোবাসা দিবসে ক্রেতা সাধারণের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ নূতন পণ্য। এমপের’র এসব উৎসবের পাঞ্জাবিগুলোতে ফুটে উঠে বর্তমান ট্রাডিশন। পাইকারী বাজারে ইমপের’র পাঞ্জাবি দামে সাশ্রয়ী এবং গুণগত মানে অনন্য। ছাড়াও ইমপেরর এ তৈরি হয় ট্রাউজার। বসন্তের আবহাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পাঞ্জাবিটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত