গরমে আরামের টি-শার্ট

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জীবনশৈলী ডেস্ক

গরমে বাইরে বের হওয়ার জন্য আরামদায়ক পোশাক এবং সেই পোশাকের রং দুইটাই অতি গুরুত্বপূর্ণ। রঙ বাংলাদেশ সব সময়েই সময়, স্থান, কাল, পাত্র বিবেচনায় পোশাক ডিজাইন ও তৈরি করে। ফলে প্রতিটি সময়েই রঙ বাংলাদেশের পোশাক ক্রেতাদের জন্য থাকে পছন্দনীয় এবং আরামদায়ক। গরমের জন্য টি-শার্ট সব সময়েই পছন্দের তালিকায় থাকে সবার। ঢিলেঢালা হালকা টি-শার্ট এই গরমে স্বস্তিদায়ক। রঙ বাংলাদেশ এর টিশার্ট ১৫০-১৭০ জিএসএম এর নিট কটন ফেব্রিক দিয়েই তৈরি করা হয়। কটন কাপড় পড়তে সবসময়েই আরামদায়ক। এছাড়া কাপড় তৈরিতে সুতা থেকে ডায়িং-সুইং করে প্রস্তুতের সকল ধাপেই থাকে রঙ বাংলাদেশ এর নিজস্বতা। সৃজনশীল ডিজাইনের বিভিন্ন প্রকার স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ফ্লক প্রিন্ট, স্টিকার প্রিন্ট টি-শার্টগুলোকে করে আরো আকর্ষণীয়। এছাড়া সবক্ষেত্রেই সর্বোচ্চ কোয়ালিটি থাকছে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পণ্যে। বড়দের ও শিশুদের একই ডিজাইনের ম্যাচিং টি-শার্ট, পলো টি-শার্টও পাওয়া যাবে রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাইরের প্রতিটি আউটলেটে। ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইট।