শরতের আর্দ্রতায় ত্বকের যত্ন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জীবনশৈলী ডেস্ক

একেক ঋতুতে একেকভাবে ত্বকের যত্ন নিতে হয়। আবহাওয়ার পরিবর্তনে ত্বকের স্বাভাবিক অবস্থায় বদল আসে। শরৎকাল শীত ও গরমের মাঝামাঝি সময়। শরতের শেষের দিকে শীত শীত ভাব আসতে শুরু করে। এ সময় ত্বকে আর্দ্রতার অভাব দেখা দিতে পারে। এ জন্য এখন থেকে কিছু বিষয়ে ত্বকের আগাম খেয়াল রাখা উচিত। তাহলে ত্বক থাকবে সুরক্ষিত। প্রতিদিন ত্বক পরিষ্কার : অপরিষ্কার ত্বক সব ঋতুতেই হতে পারে বিপদের কারণ। এ জন্য প্রতিদিন নিয়ম করে ত্বক পরিষ্কার করা উচিত। ধুলা-ময়লা, ঘাম জমে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়। এটা থেকে চর্মরোগসহ ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে। এ জন্য সাবান দিয়ে গোসল করুন। গোসলের পানিতে গোলাপজল, স্যাভলন বা ডেটল মিশিয়ে নিতে পারেন। এর পাশাপাশি দুই বেলা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। নরম তোয়ালে দিয়ে ত্বক মুছতে হবে। সপ্তাহে দুই দিন ত্বকে পাকা পেঁপে, মুলতানি মাটি ও মধুর প্যাক ব্যবহার করতে পারেন। নিয়মিত ময়েশ্চারাইজার : ত্বক পরিষ্কারের পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এ সময় শুষ্ক আবহাওয়ার কারণে ত্বকে আর্দ্রতা কমে যায়। বাড়তি আর্দ্রতার জোগান দিতে সকাল-বিকাল ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এ ছাড়া প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। খাদ্যতালিকায় পানিজাতীয় ফলমূল : যেমন- আনারস, কমলা, মাল্টা, লেবু এবং শাক-সবজি, যেমন পালন, পুঁই, লাউ, কুমড়া রাখতে পারেন। এতে ত্বক আর্দ্র থাকবে। এক টেবিল চামচ নারকেল তেল ও সামান্য হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক আর্দ্র ও উজ্জ্বল হবে।