ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হাল ফ্যাশনে পূজা ও শরৎ

শরৎকালে দুর্গাপূজার সময় ফ্যাশনে এক বিশেষ ঔজ্জ্বল্য দেখা যায়, যেখানে প্রকৃতির রূপ আর পূজার আবহ একসাথে মিলে নতুন ধাঁচের পোশাক এবং সাজসজ্জায় ফুটে ওঠে। হাল ফ্যাশনে পূজা ও শরতের ছোঁয়া নিচের ধরণের পোশাকে দেখা যাচ্ছে
হাল ফ্যাশনে পূজা ও শরৎ

শাড়ি ও সালোয়ার কামিজের ফিউশন : এখনকার ফ্যাশনে ঐতিহ্যবাহী শাড়ি এবং সালোয়ার কামিজের সাথে আধুনিক ডিজাইনের মিশ্রণ দেখা যায়। কাঁধ খোলা শাড়ি, বেল্ট দিয়ে শাড়ি বাঁধা, এবং সালোয়ার কামিজের ওপরে ওড়না বাঁধার নতুন ধাঁচ বেশ জনপ্রিয়। এছাড়াও লেয়ার্ড শাড়ি এবং পালাজ্জোর সাথে কুর্তি পরার প্রচলন চলছে।

ফ্যাব্রিক ও প্রিন্ট : হালকা এবং আরামদায়ক কাপড় যেমন মলমল, সিল্ক, তসর, এবং লিনেন শরতের জন্য উপযুক্ত। ফুলেল প্রিন্ট এবং উজ্জ্বল রঙ যেমন হলুদ, কমলা, লাল, ও সাদা এই মৌসুমে বেশি দেখা যায়। পুজোর থিমে বিশেষ করে দেবী দুর্গার ছবি বা প্রতীক প্রিন্টের কাজও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

জুয়েলারি: ঐতিহ্যবাহী টেম্পল জুয়েলারি এবং অক্সিডাইজড রূপোর গহনা এখন খুবই জনপ্রিয়। গলার হার, ঝুমকা, এবং মাথার টিকলির নতুন ডিজাইন পূজার সাজে একটি ভিন্ন মাত্রা যোগ করছে।

পুরুষদের ফ্যাশন : পাঞ্জাবি, কুর্তা, এবং নেহরু জ্যাকেটের সাথে পালাজ্জো বা ধুতি প্যান্টের মিশ্রণ দেখা যায়। শার্টের সাথে ট্র্যাডিশনাল লুঙ্গিরও একটা ফিউশন চলছে। কটন এবং লিনেনের পোশাক বেশ আরামদায়ক ও ফ্যাশনেবল। এই ধরণের পোশাক এবং সাজসজ্জা পূজার সময় শরতের মিষ্টি হাওয়া এবং উৎসবের উজ্জ্বলতা একসাথে ফুটিয়ে তোলে।

শরতের ফ্যাশন : শরৎকালে ফ্যাশন সাধারণত আরামদায়ক এবং শৈল্পিক রূপ নেয়, যেখানে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পোশাকের ধরনও বদলে যায়। কিছু জনপ্রিয় শরৎ ফ্যাশন ধারা হলো:

লেয়ারিং : শরতের সময় আবহাওয়া কখনো ঠান্ডা আবার কখনো একটু উষ্ণ থাকতে পারে। তাই লেয়ারিং খুব জনপ্রিয়। স্যুয়েটার, জ্যাকেট, ব্লেজার বা পাতলা স্কার্ফ একসাথে পরা যায়। এতে উষ্ণতা বজায় রাখা যায় এবং স্টাইলও দারুণ হয়।

নরম কাপড় : শরতের সময় অনেকেই ফ্ল্যানেল, উল এবং কটনের তৈরি পোশাক বেছে নেন। এগুলো আরামদায়ক এবং ঠান্ডা থেকে রক্ষা করে।

গাঢ় রঙ : গাঢ় রঙ যেমন বারগান্ডি, গাঢ় সবুজ, নেভি ব্লু, সাদা, সরিষা হলুদ শরতের ফ্যাশনে বেশি জনপ্রিয়। এই রঙগুলো শরতের প্রকৃতির সঙ্গে মানানসই।

বুটস : শরৎকালে বুটস পরার চল বাড়ে। বিভিন্ন ধরনের বুট, যেমন এনকেল বুট, লং বুট, বা কাউবয় বুট শরৎ ফ্যাশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

স্কার্ফ ও হ্যাট : স্টাইলিশ স্কার্ফ এবং হ্যাট শরতে জনপ্রিয়। এগুলো শুধু ফ্যাশনের জন্য নয়, উষ্ণ থাকার জন্যও বেশ কার্যকর।

ডেনিম ও লেদার : শরতের ফ্যাশনে ডেনিম জ্যাকেট এবং লেদারের পোশাক খুবই জনপ্রিয়। এগুলো স্টাইলিশ লুক দেয় এবং সেইসঙ্গে বেশ টেকসই। এভাবে শরৎকালীন ফ্যাশনে নিজেকে আরামদায়ক এবং স্টাইলিশ রাখা যায়।

লেখক : তৌফিক অপু, ছবি : রানা আহমেদ, মডেল : সেলিম, নেভি,আদর ও ফারহানা, মেকআপ: ওমেন্স ডল বিউটি লাউঞ্জ কৃতজ্ঞতা : কাজল কিচেন এন্ড ক্রাফট

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত