ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এমপেরর

এমপেরর

ঐতিহ্যের আরেক নাম এমপেরর। দীর্ঘদিন হতে ঐতিহ্যের সাথে গ্রাহক চাহিদার জোগান দিয়ে আসছে এমপেরর। শরৎ ঋতুকে সামনে রেখে এমপেরর আয়োজন করেছে রুচিশীল ও উৎসবনির্ভর পোশাক। এমপেরর নিজের সৃজনশীলতায় তৈরি করেছে একদম আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড এমপেরর এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে তৈরি পোশাকের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য।

সর্বোৎকৃষ্ট এবং মানসম্মত পোশাক পরিবেশনে ক্রেতারে কাছে ইমপেরর দায়বদ্ধ। ইমপেরর’র পোশাকে উৎসবের ছোঁয়া দিতে এবং আরামদায়ক পোশাক তৈরির জন্য বরাবরই ভারত-চায়নার বিভিন্ন মিল কারখানা ঘুরে ভালো মানের কটন সিল্ক, ভিসকস, লিনেন কাপড় সংগ্রহ করে থাকে। সেই কাপড় দিয়ে সুদক্ষ ও প্রশিক্ষিত কর্মী দ্বারা নিজস্ব কারখানায়, নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হয় এমপেরর’র সমস্ত পোশাক। শরতের এই হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত