পিক্সেল ফোনের তিন বছরের তথ্য ফাঁস
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
গুগল পিক্সেল ফোনের ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তথ্য ফাঁস হয়েছে। সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটিতে বেনামি কিন্তু বিশ্বস্ত এমন সূত্রের ভিত্তিতে ফাঁস হওয়া তথ্য বিস্তারিত প্রকাশ করা হয়। ফাঁস হওয়া তথ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো- সাশ্রয়ী মূল্যের এ সিরিজ ফোন প্রতি দুই বছরে বের হওয়ার পরিকল্পনা। প্রোর একটি নতুন ডিজাইনের পরিকল্পনা আছে বিশেষত যারা ৬.৭ ইঞ্চির মতো বিশাল আকৃতির ফোন ব্যবহার করতে বিরক্ত বোধ করেন। আরও একটি তথ্য হলো- ১ হাজার ৭৯৯ ডলারের ফোল্ডিং ফোন। এ ছাড়া ২০২৫ সালে স্যামসাংয়ের জেড ফোল্ড নয়, বরং জেড ফ্লিপ মডেলের একটি ফোন বের করা।
তবে এ বিষয়ে সংবাদমাধ্যম ভার্জ জানায়, ফাঁস হওয়া তথ্য যদি সম্পূর্ণ সত্যও হয়, তার পরও ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী এগুলো পরিবর্তন হতেই পারে। এমনটি হওয়ার মতো অনেক সূত্রও সেখানে দেওয়া আছে। যেমন পিক্সেল ৭এ-এর ফিডব্যাক অনুযায়ী তারা পিক্সেল ৮এ এর ভবিষ্যৎ নির্ভর করবে। এমনই কথা বলা আছে-২০২৪ এবং ২০২৫ সালে ফোল্ডেবল ফোনের ভবিষ্যৎ নিয়েও।
রিপোর্টের ভাষ্য অনুযায়ী, যদি ফোল্ডেবল ফোন বাজার না পায়, তাহলে অ্যাপলের মতো একই ফিচার সংবলিত ৬.৭ ইঞ্চি স্ক্রিনের পাশাপাশি ৬.৩ ইঞ্চি স্ক্রিনের (বর্তমান পিক্সেল ৭ এর সমান) আরেকটি প্রো ফোন বাজারে নামাবে। তবে পিক্সেল ৯এস এর বিস্তারিত তথ্য সেখানে নেই। এদিকে ভার্জ জানায়, আগামী বছরের পেক্সেল ৮ ও ৮প্রো তে ব্যবহার করা হতে পারে পরবর্তী প্রজন্মের টেনসর চিপ।