সিটি আইটি ফেয়ারে অফার-ছাড়সহ নানা আয়োজন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
ঢাকার আগারগাঁয়ের বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি) চলছে ‘সিটি আইটি মেগা ফেয়ার’। ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। চলবে ৭ জানুয়ারি। বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, আইডিবির মেলা আমাদের প্রাণের মেলা। ১০ দিন ব্যাপী এ মেলাতে মার্কেটজুড়েই থাকবে সব দোকানে অফার-ছাড়-ডিসকাউন্ট। এ ছাড়া যারা প্যাভিলন, স্টল দিয়েছে ক্রেতারা তাদের কাছে মেলায় বিশেষ সুবিধা পাবেন।
এবারের মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের (আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো লজিটেক) প্যাভিলন রয়েছে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট হিসেবে স্টলে রয়েছে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারগেট কমিউনিকেশন লিমিটেড, সিকিউরিটি ডিভাইস শিমো, কন্সালটেন্সি ফার্ম এএইচজেড অ্যাসোসিয়েট ও বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার বিশ্বমানের দোয়েল ল্যাপটপ। মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে এমএসআই-এর সৌজন্যে গেমিং কম্পিটিশন, এক্সপি-পেন-এর সৌজন্যে চিত্রাংকন প্রতিযোগিতা, টেন্ডা রাউটার সৌজন্যে ফটোগ্রফি কম্পিটিশন। এ ছাড়া মেলা উপলক্ষ্যে মার্কেটজুড়েই থাকবে নানা ধরনের অফার-ছাড়, ডিসকাউন্ট। যারা স্পন্সর তারা ক্রেতাদের বাড়তি সুবিধা দিচ্ছেন। মেলায় শিক্ষার্থীরা প্রাধান্য পাচ্ছে। এ ছাড়া মেলায় রয়েছে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য গেমিং প্রতিযোগিতা, বেস্ট পিসি বিল্ডারর্স প্রতিযোগিতা, র্যাফেল ড্রসহ নানা আয়োজন।