অ্যাফিলিয়েট ব্যাজ চালু করল টুইটার

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

ইলন মাস্ক গত নভেম্বর বলেছিলেন, টুইটার এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার মাধ্যমে কোনও ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের সহায়ক অ্যাকাউন্টগুলোর মূল প্রতিষ্ঠানকে সহজে বের করা যায়। তার এক মাস পরে ফিচারটি চালু করল টুইটার। সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, টুইটারের এ অ্যাফিলিয়েট ব্যাজটি অ্যাকাউন্ট ভ্যারিফাইড চেকমার্কের পাশেই দেখা গেছে। এমন ব্যাজ আইকন চালু করার মূল উদ্দেশ্য হলো, কোনো অ্যাকাউন্টের মূল অ্যাকাউন্টকে পরিচয় করিয়ে দেয়া। সেই অ্যাকাউন্টটি যে প্রাইমারি অ্যাকাউন্ট নয়, সেটা বোঝানোই এর আসল উদ্দেশ্য। ব্যাজ আইকনে ক্লিক করলে সেটি মূল অ্যাকাউন্টে নিয়ে যাবে। একই সপ্তাহে মাস্ক পেইড ভ্যারিফিকেশনের ঘোষণা দিলেও সেটি এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। কেননা, এটি চালু করতে গিয়ে সৃষ্টি হয়েছে নানারকমের জটিলতা। এটি ব্রান্ড এবং সেলিব্রিটিদের ছদ্ম অ্যাকান্ট তৈরি করতে সহায় হয়। বড় একটি ক্ষতির মুখে পড়েছিল এলি লিলি নামে একটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান। একটি ভুয়া ভেরিফাইড অ্যাকাউন্টের কারণে তাদের বাজার মূলধন থেকে বিলিয়ন ডলার খসে যায়। সেই ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়, তারা ইনসুলিনকে ফ্রি করে দিয়েছে।