গুগল ডুডলে নতুন বছর
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
পুরোনো বছরের বিদায় যেমন মন খারাপ করিয়ে দেয়, তেমনি নতুন বছর বরণ করে নেওয়ার আনন্দও কম নয়। সারাবিশ্বে সবাই আতশবাজি, ফানুস উড়িয়ে এবং নানান আয়োজনে বরণ করে নিয়েছে ২০২৩ সাল। বর্ষবরণে গুগল প্রকাশ করলো বিশেষ ডুডল। বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। ১ জানুয়ারি বছরের প্রথম দিনটিও তার ব্যতিক্রম হয়নি। এ দিনটির বিশেষ গুগলের ডুডল নজরে পড়েছে সবার। ২০২২ সালকে বিদায় জানাতে গুগল এক বিশেষ ডুডল লঞ্চ করেছে। ডুডলের বাঁ দিকের কোনাটি অ্যানিমেট করা হয়েছে ডুডলে। সেখানে ঝলমল করছে ২০২২ লেখা একটি ডুডল। ২০২২ লেখা অ্যানিমেটেড ডুডলে ক্লিক করলে স্ক্রিন জুড়ে ছড়িয়ে পড়ে রঙিন ঝলমলে কাগজের টুকরো। সঙ্গে ২০২২ সাল চলে গিয়ে আসে ২০২৩ সাল লেখা ডুডল। ব্যবহারকারীদের উৎসবের আমেজটুকু পৌঁছে দিতেই এ ব্যবস্থা। এবারই প্রথম নয়, গুগল বিভিন্ন উৎসব ও দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। কখনও কোনো বিখ্যাত ব্যক্তির জন্মদিন কিংবা মৃত্যুদিন উদযাপন করতে তো কখনও বিশেষ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে করাতে উদ্যোগ নেয় গুগল।
ডুডল হচ্ছে বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয়।
জনসচেতনতা ও অজানা বিভিন্ন বিষয় নিয়ে গুগলের নান্দনিক সব ডুডল বরাবরই নজর কেড়ে আসছে নেটিজেনদের।