ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফেইসবুকে পুরোনো স্মৃতি খুঁজে পাওয়া

ফেইসবুকে পুরোনো স্মৃতি খুঁজে পাওয়া

বিভিন্ন পোস্ট, ট্যাগ করা পোস্ট ও অন্যান্য কনকেন্টগুলো স্মৃতি হিসেবে ধরে রাখে ফেইসবুক। ডেস্কটপে পুরোনো স্মৃতি দেখতে হলে প্রথমে কম্পিউটারে ওয়েব ব্রাউজার ওপেন করে ফেসবুক অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপর ফেইসবুক পেজের বামপাশের বার থেকে ‘মেমোরিজ’ লেখাটি সিলেক্ট করতে হবে। আপনি যদি এই অপশনটি খুঁজে না পান তাহলে মেন্যু থেকে মেমোরিজে যেতে হবে। ‘মেমোরিজ পেজ’ ওপেন হওয়ার পর আজকের দিন থেকে শুরু করে এর আগের সমস্ত পোস্টগুলো দেখা যাবে। কোন কোন মেমোরিজগুলো আপনি দেখতে পারবেন ও আপনি কখন এগুলোর জন্য নোটিফিকেশন পাবেন তা কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। এজন্য একইভাবে মেমোরিজ পেজে যেতে হবে।

এরপর-

নোটিফিকেশনের জন্য : এনবল, ডিজএবল অথবা শুধু মেমোরি হাইলাইটসের নোটিফিকেশন এসব অপশনের একটি গ্রহণ করা যায়।

হাইড পিপল : কারও থেকে নির্দিষ্ট কোনো স্মৃতি লুকিয়ে রাখতে চাইলে এ অপশনটি ব্যবহার করা যায়।

হাইড ডেট : একটি নির্দিষ্ট তারিখ-সীমার মধ্যে স্মৃতি লুকিয়ে রাখা যায় এ অপশন থেকে।

মোবাইল থেকে ফেসবুকের স্মৃতি রোমন্থন-

মোবাইল ডিভাইসের ক্ষেত্রে ফেসবুক অ্যাপ খোলার পর প্রোফাইল আইকনে আলতো চাপ দিতে হবে (আইওএসের ক্ষেত্রে মেন্যু আইকনে চাপ দিতে হবে)। মেন্যু আইকন খোলার পর ‘মেমোরিজ’ সিলেক্ট করতে হবে। আপনি যদি ‘মেমোরিজ’ অপশন খুঁজে না পান তাহলে ‘সি মোর’ অপশনে এটি পাওয়া যাবে।

‘মেমোরিজ’ পেজ থেকে বর্তমান দিন থেকে শুরু করে আগে পোস্ট করা সব স্মৃতি পাওয়া যাবে। মেমোরি সেটি ঠিকঠাক করতে চাইলে উপরে ডান পাশের আইকনে আলতো চাপতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত