ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জিমেইলে সাইড প্যানেল পরিবর্তন

জিমেইলে সাইড প্যানেল পরিবর্তন

জিমেইলকে নতুন সাজে উপস্থাপন করেছে গুগল। অন্যতম পরিবর্তন, এতে দুটি সাইড প্যানেল যুক্ত হয়েছে। জিমেইলের নতুন ভিউ পেতে হলে পেজের সেটিংস আইকনের উপরের ডানপাশে ক্লিক করতে হবে এবং ‘ট্রাই আউট দ্য নিউ জিমেইল’ ভিউতে আবার ক্লিক করে পেজ রিফ্রেশ করতে হবে। বলা হচ্ছে, মূল পরিবর্তনটি এসেছে বাম দিকের সাইড প্যানেলে। আগে জিমেইলে একটি একক প্যানেল ছিলো যেখান থেকে ব্যবহারকারী জিমেইলের বিভিন্ন লেবেল ও ক্যাটাগরির (যেমন- ইনবক্স, স্টারেড ট্র্যাশ) অ্যাকসেস পেয়ে থাকে। উপরে ডানদিকে তিন লাইনের আইকনে (যা হ্যামবার্গার নামে পরিচিত) ক্লিক করতে হয়, অন্যান্য আইকন এবং লেবেল অথবা শুধু আইকন দেখতে এ প্যানেলটিতে চাপ দিলেই হয়। এখন গুগল আরেকটি সাইড প্যানেল করেছে যা মেইল, চ্যাট, স্পেস এবং মিটসহ বিভিন্ন অ্যাপস দ্রুত ব্যবহার করা যায়। তবে সবার কাছে একসঙ্গে দুটি প্যানেল পছন্দ নাও হতে পারে। এমন ব্যবহারকারীরা উপরের ডানপাশের সাইডে হ্যামবার্গারে ক্লিক করে একটি প্যানেল পুরোপুরি অদৃশ্য করে ফেলতে পারেন। আর দ্বিতীয় প্যানেলটি ফের ফেরত আনতে চাইলে হ্যামবার্গার আইকনে ক্লিক করলেই হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত