ওয়ালটন কম্পিউটার পণ্যে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক ও নতুন ওয়েবসাইট
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
‘প্রযুক্তি পণ্য সবার জন্য’ স্লোগান নিয়ে শুরু হলো ওয়ালটন কম্পিউটার নিউ ইয়ার ক্যাশব্যাক অফার। এর আওতায় ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার ও এক্সেসরিজ ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ শতভাগ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে ওয়ালটন কম্পিউটার পণ্যের ক্রেতাদের জন্য এমন সুযোগ দিচ্ছে ওয়ালটন। একই সঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইট চালু করেছে কর্তৃপক্ষ। এ ওয়েবসাইট থেকে ওয়ালটনের সব ধরনের ডিজিটাল ডিভাইস ক্রয়সহ গ্রাহকরা প্রয়োজনীয় তথ্য ও সেবা পাবেন। ২ জানুয়ারি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এ উপলক্ষ্যে এক লঞ্চিং প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী, চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ প্রমুখ।
নতুন চালু হওয়া ওয়ালটন ডিজিটেক ডটকম (https://waltondigitech.com) ওয়েবসাইট থেকে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজ সম্পর্কে সব ধরনের তথ্য ও সেবা পাচ্ছেন গ্রাহক। থাকছে ঘরে বসেই এ ওয়েবসাইট থেকে পণ্য ক্রয়ের সুবিধা। বিশেষ অপশন হিসেবে রয়েছে ‘মেক মাই পিসি’ সুবিধা। যেখান থেকে প্রয়োজন অনুযায়ী গ্রাহক কাস্টোমাইজ পিসি তৈরি করে নিতে পারবেন। ‘সাজেস্ট মাই পিসি’ অপশন থেকে গ্রাহক তার চাহিদা ও রুচির ধরন অনুযায়ী ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার কিংবা অল-ইন-ওয়ান পিসি বেছে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।