ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘ডেভেলাপমেন্ট অব অ্যাডভান্সড সিকিউরিটি প্রোফেশনালস ইন বাংলাদেশ’ প্রজেক্ট

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘ডেভেলাপমেন্ট অব অ্যাডভান্সড সিকিউরিটি প্রোফেশনালস ইন বাংলাদেশ’ প্রজেক্ট

ইউরোপিয়ান ইউনিয়ন ও এশিয়াকানেক্টের অর্থায়নে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ডেভেলাপমেন্ট অব অ্যাডভান্সড সিকিউরিটি প্রোফেশনালস ইন বাংলাদেশ’ প্রজেক্টের কার্যক্রম শুরু হয়েছে। ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন BdREN-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ তাওরিত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফখরে হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া ও রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটংয়ে ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন।

প্রধান অতিথি প্রফেসর ড. এম লুৎফুর রহমান তার বক্তব্যে চতুর্থ শিল্প-বিপ্লবের যুগে সাইবার নিরাপত্তার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে এ সেক্টরে দক্ষ জনবল তৈরির ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের একটি সময়োপযোগী প্রজেক্ট বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। প্রোজেক্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক আরেফিন তার বক্তব্যে টেকসই ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ভূয়সী প্রসংশা করে সাইবার সিকিউরিটির বিষয়কে অগ্রাধিকারে রেখে সাইবার পলিসি প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত