আইডিবি কম্পিউটার মার্কেট প্রতিষ্ঠিত হলেও সুফল পাচ্ছেন না কম্পিউটার ব্যবসায়ীরা
বিসিএস সভাপতি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিসিএস কম্পিউটার সিটি সারা দেশের মানুষের কাছে প্রযুক্তিপণ্য কেনার জন্য নির্ভরযোগ্য বিপণী বিতান। প্রতিষ্ঠার ২৩ বছর অতিক্রম হলেও এ মার্কেটে প্রযুক্তিপণ্য বিক্রেতারা মূলধনের দিক থেকে লাভবান হতে পারছেন না। যেহেতু ব্যক্তিমালিকানায় দোকান হস্তান্তর হচ্ছে না, তাই ব্যবসায়ীরা দোকানের বিপরীতে লোন সুবিধা পাচ্ছেন না। এমনকি দোকানের ভাড়া বাড়লেও একক মালিকানা সুবিধা বাড়ছে না। তাই এ অঞ্চলে নতুন একটি কম্পিউটার মার্কেট সময়ের দাবি। ৭ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটির কম্পিউটার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। তিনি বলেন, অন্য কম্পিউটার বিপণিবিতানে যে দোকানগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকায় কেনা হয়েছিল, বিশ বছর পর সেই দোকানগুলোর দাম কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর এ দোকানের বিপরীতে কম্পিউটার বিক্রেতা অর্থলগ্নী প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা ভোগ করতে পারছেন। কিন্তু বিসিএস কম্পিউটার সিটির প্রযুক্তিপণ্য ব্যবসায়ীরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিসিএস কম্পিউটার সিটি বাংলাদেশ কম্পিউটার সমিতির অবিচ্ছেদ্য অংশ। বিসিএস কম্পিউটার সিটির প্রথম কম্পিউটার ফেয়ার বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়। এ অঞ্চলে নতুন একটি মার্কেট গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে বিসিএসসহ তথ্যপ্রযুক্তির সংগঠনগুলো সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত। তাই শিগগির এ ব্যাপারে উদ্যোগ নিতে বিসিএস কম্পিউটার সিটির নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাই।