বিজ্ঞাপন প্রচারে আরও কঠোর হলো ফেইসবুক ও ইনস্টাগ্রাম
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
ক্ষতির কারণ হতে পারে এমন বিজ্ঞাপনের বেলায় আরও কঠোর হলো ফেইসবুকের অভিভাবক মেটা। টিনএজদের টার্গেট করা বিজ্ঞাপনের বিষয়ে বিধিনিষেধ সম্প্রতি আরও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এখন থেকে ফেইসবুক ও ইনস্টগ্রামের মার্কেটাররা জেন্ডারভিত্তিক টিনদের শনাক্ত করতে পারবে না। শুধু বয়স আর লোকেশন দেখা যাবে। এ ছাড়া মার্চ থেকে ফেইসবুক ও ইনস্টাগ্রামের টিন এজার ব্যবহারকারীরা আরও বেশি নিয়ন্ত্রণ পাবে। যদিও এরই মধ্যে তারা কোনো নির্দিষ্ট বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনকে হাইড করে দিতে পারে। এরপর থেকে তারা কোনো ধরনের বিজ্ঞাপনের প্রচারকে কমিয়ে দিতে পারবে। সংবাদমাধ্যম এনগেজেট জানায়, মেটা আস্তে আস্তে টিনএজারদের ব্যাপারে বেশ কঠোর অবস্থানে যাচ্ছে। আর এ সপ্তাহেই তারা বড় দুটি পরিবর্তন আনল।
কয়েক দিন আগেই মেটা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি আনে, যেখানে বৈষম্যমূলক বিজ্ঞাপন বণ্টন কমিয়ে আনা হয়। যুক্তরাষ্ট্র সরকারের চাপে ফেইসবুক জাতি, লিঙ্গ ও অন্য সুরক্ষিত শ্রেণিভিত্তিক টার্গেট বিজ্ঞাপনের বিষয়ে কাজ করে।