টাচস্ক্রিনের ম্যাকবুক আনবে অ্যাপল

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

টাচস্ক্রিনের ম্যাকবুক আনার পরিকল্পনা করছে অ্যাপল। যদিও সিদ্ধান্তটি চূড়ান্ত নয়। তবে ব্লুমবার্গের একটি সূত্র থেকে জানা যায়, ২০২৫ সাল নাগাদ তারা টাচস্ক্রিনের ল্যাপটপটি বাজারে আনবে। সংবাদমাধ্যম এনগেজেট জানায়, টাচস্ক্রিনের ম্যাকবুকে বড় একটি পরিবর্তন আসবে। তবে গতানুগতিক ল্যাপটপের চেয়ে বড় রকমের পরিবর্তন হবে তা ঠিক নয়। টাচস্ক্রিন ম্যাকবুকেও ম্যাক ওএস ব্যবহার করা হবে। সঙ্গে ট্র্যাকপ্যাড এবং কি-বোর্ড থাকবে। তবে উইন্ডোজ ল্যাপটপের মতো একের ভেতরে দুই, অর্থাৎ ডিসপ্লে ট্যাব এবং জেশ্চারসহ থাকবে। রিপোর্ট অনুযায়ী, পরবর্তী সময়ে অ্যাপল ম্যাক মডেলে টাচ ইনপুট সংযুক্ত করতে পারে। তবে আপাতত ম্যাক ওএস এবং আইপ্যাড ওএস-কে একত্রিত করার তেমন কোনো সুযোগ নেই। রিপোর্টে বলা হয়েছে, ম্যাক তার ডিসপ্লে পরিবর্তন করে ওএলইডিতে যাচ্ছে। বর্তমান ম্যাকে রয়েছে এলসিডি ডিসপ্লে। তবে আইফোন এসই ছাড়া অন্যান্য আইফোন ও অ্যাপল ওয়াচে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। অবশ্য অ্যাপল ২০১৬ সালে ম্যাকবুকে টাচবার নিয়ে আসে। এটি খুব একটা জনপ্রিয় না হওয়ায় ২০২১ সালে এটি বাতিল করা হয়।