ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভিলেজ ডিজিটাল বুথে পাওয়া যাবে আর্থিক সেবা

ভিলেজ ডিজিটাল বুথে পাওয়া যাবে আর্থিক সেবা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবাকে সহজ করতে সারাদেশে ভিলেজ ডিজিটাল বুথ স্থাপিত হবে। যৌথভাবে এ কাজ করবে এটুআইর পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘একপে’ ও জয়তুন বিজনেস সলিউশনস। এজন্য ১৭ জানুয়ারি রাজধানীর এক হোটেলে প্রতিষ্ঠান দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করে। এটুআইর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জয়তুন বিজনেস সলিউশনসের চেয়ারম্যান মো. আরফান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সমঝোতা স্মারকের আওতায় দেশব্যাপী ভিলেজ ডিজিটাল বুথ থেকে প্রান্তিক এলাকার জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা প্রদান করা হবে। এক্ষেত্রে এটুআইর পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘একপে’ এ কার্যক্রমে কারিগরি সহযোগিতা প্রদান করবে।

জয়তুন বিজনেস সলিউশনসের সার্বিক ব্যবস্থাপনায় একজন স্থানীয় উদ্যোক্তার মাধ্যমে এ ভিলেজ ডিজিটাল বুথ পরিচালিত হবে। মূলত এটি একটি গ্রামীণ আর্থিক সেবা কেন্দ্র হয়ে গড়ে উঠবে, এ বুথ থেকে ডিজিটাল আর্থিক সেবাসহ বিভিন্ন প্রকার ই-সেবা প্রদান নিশ্চিত করা হবে। সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সেবা, সরকারি পরিষেবা বিল পরিশোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিল পরিশোধ, টেলিমেডিসিন, ই-টিকেটিং ইত্যাদি সেবা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া এ ভিলেজ ডিজিটাল বুথ থেকে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বা আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন প্রান্তিক জনগোষ্ঠী। এটি কেবল সুনির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত আর্থিক সেবাই দেবে না, বরং অন্যান্য সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব ধরনের সেবাও এক জায়গা থেকে পাওয়া যাবে। এতে গ্রামীণ অঞ্চলে সুবিধাবঞ্চিত ও প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সেবাবহির্ভুক্ত জনগোষ্ঠী তাদের আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন আরও সহজে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত