ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আসুস উন্মোচন করল নতুন চার ল্যাপটপ

আসুস উন্মোচন করল নতুন চার ল্যাপটপ

বিশ্বের অন্যতম গ্লোবাল ব্রান্ড আসুস বাংলাদেশে ‘দ্য ইনক্রিডেবল আনফোল্ড’ ইভেন্টের মাধ্যমে নতুন চারটি ল্যাপটপ উন্মোচন করেছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচন করা চার ল্যাপটপ হলো- আসুস জেনবুক ১৭ ফোল্ড ওএলইডি, জেনবুক প্রো ১৪ ডুয়ো ওএলইডি (ইউএক্স৮৪০২), জেনবুক প্রো ১৬এক্স ওএলইডি (ইউএক্স৭৬০২) এবং জেনবুক এস ১৩ ওএলইডি (ইউএম৫৩০২)। অনুষ্ঠানে জানানো হয়, জেনবুক ১৭ ফোল্ড ওএলইডি (ইউএক্স৯৭০২) এর দাম ৩,৯৯,৯৯০ টাকা, জেনবুক প্রো ১৪ ডুয়ো ওএলইডি (ইউএক্স৮৪০২) এর দাম ২,২৪,৯৯০ টাকা থেকে শুরু, জেনবুক প্রো ১৬এক্স ওএলইডি (ইউএক্স৭৬০২) এর দাম ৩,৬৪,৯৯০ টাকা এবং জেনবুক এস ১৩ ওএলইডি (ইউএম৫৩০২) এর দাম ১,৫৫,৯৯০ টাকা থেকে শুরু। এসব ল্যাপটপ ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।

উন্মোচনের ইভেন্টে আসুস গ্লোবাল টিমের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক লিওন উ এবং বাংলাদেশের কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (বিডিএম) মো. আল ফুয়াদ। আসুস দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক লিওন উ বলেন, আসুস সবসময় চেষ্টা করি দুর্দান্ত সব পণ্য আনতে, যা আমাদের এ চারটি ল্যাপটপে প্রতিফলিত হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে, অসাধারণ এ বিষয়টিকে ভবিষ্যতেও ধরে রাখার। নানামুখী ব্যহারকারীদের জন্য বাংলাদেশে আমাদের সর্বশেষ ইনক্রিডেবল ল্যাপটপগুলো উন্মোচন করতে পেরে আমরা খুব আনন্দিত। আসুস বাংলাদেশের কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, আমরা উদ্ভাবনে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেটি হাই-অ্যান্ড প্রোডাক্টগুলোতে সবসময় ব্যবহার করি। এখন আমরা উদ্ভাবনী শক্তির সাহায্যে প্রযুক্তি জগতে সামনের দিকে বা অগ্রণী হিসেবে থাকতে চাই। সে ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে সর্বশেষ প্রযুক্তির জেনবুক ল্যাপটপ উন্মোচন করা হলো। ইভেন্টে আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এ.এস.এম আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার ও পরিচালক জসিম উদ্দীন খন্দকার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত