ব্যবসা প্রসারে ডেটা শেয়ারিং-এর ওপর গুরুত্বারোপ D&B-র

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

রাজধানীর সারিনা হোটেলে ‘বৈশ্বিক অর্থনীতিতে ডেটা শেয়ারিং ও স্বচ্ছতার গুরুত্ব’ তুলে ধরে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট (ডিঅ্যান্ডবি) বাংলাদেশ। ২৩ জানুয়ারি সন্ধ্যায় তৈরি পোশাক শিল্প ব্যবসা প্রসারে ডেটা শেয়ারিং ও অ্যানালাইসিসের গুরুত্বারোপ করেছেন ডিঅ্যান্ডবি ও বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেডের সিইও জারা জাবীন মাহবুব সবাইকে স্বাগত জানিয়ে এ সংস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। তিনি বলেছেন, ডান অ্যান্ড ব্রাডস্ট্রিটের নিকট পুরো বিশ্বের করপোরেট জগতের প্রচুর ডেটা সংগ্রহে রয়েছে যা কি-না গ্রাহকদের তাদের ব্যবসা প্রসারে সাহায্য করবে। এ সময় তিনি ডেটা ভান্ডারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তারা রপ্তানিমুখী গার্মেন্টস বায়িং হাউস ও অন্যান্য শিল্পকে একত্রিত করে দেখিয়েছেন যে তারা কীভাবে Dun & Bradstreet-এর অনন্য ডেটা ও বিশ্লেষণাত্মক সমাধানগুলো ব্যবহার করে তাদের বিক্রয় ও বিপণন ক্ষমতা বাড়াতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতাকার হোসেন, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি কাইয়ুম রেজা চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।