দুনিয়া এখন নির্ভর করে আছে আইটির ওপর। আমাদের দেশেও সে হাওয়া চলছে। এর পরেও তরুণ প্রজন্মের অনেকে আইটির সঙ্গে যুক্ত হচ্ছেন না। তাদের ধারণা, আইটি সংক্রান্ত কাজ খুব কঠিন। আবার অনেকে অন্য পেশায় থাকেন বলে তাদের ধারণা আইটিতে এক্সপার্ট না হলেও চলবে। কিন্তু ধারণাগুলো ভুল। কথাগুলো বলছিলেন আব্দুল্লাহ আল মামুন, যিনি গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও ব্রাইট স্কিলসে। তিনি আইটি প্রশিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। গ্রাফিক্স ও মাল্টিমিডিয়ার প্রশিক্ষক হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন। মামুন জানান, আইটি জগতে অনেকটাই সহজ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে গ্রাফিক্স। কিন্তু এ গ্রাফিক্সই এখন প্রতিটি পদক্ষেপে মানুষের প্রয়োজন হচ্ছে। দিন যত গড়াচ্ছে, গ্রাফিক্সের কাজের মান যেমন আপডেট হচ্ছে, তেমনি চাহিদাও বাড়ছে। ফলে এ কাজ জেনে রাখলে যে কেউ নিজের ক্যারিয়ারের চাকা ঘুরাতে সক্ষম হবেন। অর্থাৎ অর্থ উপার্জন তার কাছে অনেকটাই সহজ হবে। এ ছাড়া গ্রাফিক্স কিংবা মাল্টিমিডিয়া এখন প্রতিটি অফিসে বড় একটি ডিপার্টমেন্ট। যে কারণে চাকরি মিলেও যায় জলদি। তাই গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া প্রশিক্ষণের পাশাপাশি এর গুরুত্ব নিয়েও আমি ক্লাস নিয়ে থাকি। শিক্ষক হিসেবে প্রায় পাচ বছর প্রশিক্ষণ দিয়ে আসছি এবং দক্ষ জনবল তৈরিতে কাজ করে যেতে চাই সামনের দিনগুলোতে।
তার প্রতিষ্ঠানে থেকে অর্জন করেছেন ‘বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড’। সম্প্রতি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও ব্রাইট স্কিলসের গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ডিজাইন মেলা ও পিঠা উৎসবে দুটি ইনস্টিটিউট থেকেই আবদুল্লাহ আল মামুন ও তার টিম ক্রিয়েটিভ গ্যালারি ও ব্রাইট আর্ট চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করেন।