দুই হাজার কর্মী ছাঁটাই করবে পেপাল
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
ছাঁটাইয়ের তালিকায় এবার নাম লেখাল পেপাল। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রায় দুই হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম এনগেজেট। শতকরা হিসেবে এটি প্রতিষ্ঠানটির মোট কর্মীর সাত শতাংশ। পেপালের প্রেসিডেন্ট এবং সিইও ড্যান স্কুলম্যান বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছাঁটাইয়ের কার্যক্রম শুরু হবে। স্কুলম্যান বলেন, ‘বিদায়ীদের প্রতি যথাযোগ্য সম্মান এবং সমবেদনা জানাচ্ছি। তাদের আশানুরূপ প্যাকেজ দেয়া হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কনসালটেশন করা হবে। এনগেজেট জানায়, চলতি মাসে ছাঁটাই করা প্রতিষ্ঠানগুলোর তালিকায় পেপাল নতুনভাবে যুক্ত হলো। গুগল গতমাসে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। অপরদিকে মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে বলে জানিয়েছে।
মূলত, মার্কিন অর্থনীতিতে মন্দার কারণেই এসব ছাঁটাই চলছে। গত ৫০ বছরে তাদের বেকারত্বের হার এখন সবচেয়ে বেশি। যদিও পেপালের ক্ষেত্রে এর রেভিনিউ এবং আয় ১১ শতাংশ বেড়েছে এবং প্রতি বছর সাত শতাংশ করে বাড়ছে।