তাকিওন ব্র্যান্ডের নতুন মডেলের সাশ্রয়ী দামের ই-বাইক আনল ওয়ালটন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
তাকিওন ব্র্যান্ডের নতুন মডেলের সাশ্রয়ী দামের ইলেকট্রিক বাইক বাজারে ছাড়াল ওয়ালটন। পরিবেশবান্ধব তাকিওন লিও মডেলের ই-বাইকটি বাজারে এসেছে তিনটি ভার্সনে। ৬ থেকে ৮ ঘণ্টা চার্জে এ বাইকে ৪০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া যাবে। প্রতি কিলোমিটারে সর্বোচ্চ খরচ পড়বে ১০ পয়সা।
সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে তাকিওন লিও মডেলের নতুন ই-বাইকের উদ্বোধন করেন আইসিটি বিভাগের মহাপরিচালক মো. মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী, চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ প্রমুখ। ১২ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকের তাকিওন লিও এক চার্জে ৪০ কিলোমিটার মাইলেজ দেবে। এর দাম ৪৯ হাজার ৮৫০ টাকা। তাকিওন লিও ২০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে মাইলেজ মিলবে ৭০ কিলোমিটার। বাইকটির দাম ৫৬ হাজার ৮৫০ টাকা। আর ২৩ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে ৮০ কিলোমিটার মাইলেজ মিলবে। এর দাম ৫৯ হাজার ৮৫০ টাকা।
ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট (waltondigitech.com/products/e-bike) থেকে গ্রাহকরা বিনামূল্যে তাকিওন লিও মডেলটির ৩টি ভার্সনের প্রি-অর্ডার দিতে পারছেন।
অন্যদিকে, বিআরটিএ অনুমোদিত তাকিওন ১.০০ মডেলের ই-বাইকটি দেশের সব ওয়ালটন শোরুমের পাশাপাশি অনলাইনের ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে। এর দাম ১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা।