আরও দামি ফোন আনবে অ্যাপল
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
আগমী বছর নতুন একটি ফ্ল্যাগশিপ ফোন আনতে পারে অ্যাপল। ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানান, আলট্রা নামে অ্যাপলের এই ফোনটি হবে তুলনামূলক বেশি দামের। এটি আইফোন প্রো বা প্রো ম্যাক্সের ওপরে থাকবে।
সংবাদমাধ্যম এনগেজেট জানায়, গুরম্যান আগেই এমন একটি রিপোর্ট করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন, অ্যাপলের আসন্ন আইফোন ১৫ প্রো আর প্রো ম্যাক্সকে রিব্র্যান্ড করা হতে পারে। এখন তিনি বলছেন, কিছু প্রমাণ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অ্যাপল এগুলোর পরিবর্তে বরং উচ্চমূল্যের আলাদা ফোন আনতে যাচ্ছে। সম্প্রতি অ্যাপলের সিইও টিম কুকের কিছু মন্তব্য থেকে এমন তবে নতুন এ মডেলটি অন্যগুলোর থেকে কীভাবে আলাদা হবে সে বিষয়ে এখন কিছু বলা বেশ কঠিন বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি। গুরম্যানের ধারণা অনুযায়ী, এ মডেলে থাকতে পারে উচ্চগতির প্রসেসর। প্রো বা প্রো ম্যাক্সের তুলনায় উন্নত ক্যামেরা হার্ডওয়্যার। সেই সঙ্গে বড় আকারের ডিসপ্লে। আরও বিভিন্ন রকম ফিচার থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চার্জিং পোর্ট না থাকা। এনগেজেট জানায়, অ্যাপল আইফোন ১৫-এর সারিতে প্রো মডেলকে অন্যগুলোর থেকে পার্থক্য বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এছাড়া প্রো মডেলে থাকতে পারে টাইটানিয়ামের ফ্রেম, সঙ্গে হ্যাপটিক ভলিউম ও পাওয়ার বাটন। আর প্রো ম্যাক্সে থাকতে পারে পেরিস্কোপ ক্যামেরা লেন্স।