ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হোম স্ক্রিন থেকেই হোয়াটসঅ্যাপ কল করা যাবে

হোম স্ক্রিন থেকেই হোয়াটসঅ্যাপ কল করা যাবে

প্রতিনিয়ত আপডেট হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটিতে চ্যাটের পাশাপাশি ফাইল, ছবি, ভিডিও আদান-প্রদান করার সুবিধা রয়েছে। এ ছাড়া এর অন্যতম একটি ফিচার হচ্ছে ভয়েস কল। ব্যক্তিগত এবং কাজের ক্ষেত্রে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপের ভয়েস কল। সেই সঙ্গে ভিডিও কল তো আছেই। তবে হোয়াটসঅ্যাপ কল করতে হলে এই অ্যাপে ঢুকে তারপর যাকে ফোন করবেন তার চ্যাটে ঢুকতে হয় আগে। তারপর সেখান থেকে কল করতে হয়। তবে এখন থেকে আর এত ঝামেলা করতে হবে না। ফোনের হোম স্ক্রিন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ কল করতে পারবেন ব্যবহারকারীরা। খুব শিগগির হোয়াটসঅ্যাপ তার কলিং অপশনের জন্য ‘শর্টকাট’ তৈরি করতে দেবে সরাসরি, যা ব্যবহারকারীর স্মার্টফোনের হোম স্ক্রিনে রাখা যাবে। ওয়েববিটাইনফোর রিপোর্টে জানা যায়, হোয়াটসঅ্যাপ তার গ্রাহকদের এক বিশেষ সুবিধা দিতে চলেছে। যাতে তারা তাদের ব্যক্তিগত কনট্যাক্টে স্পিড ডায়াল করতে পারেন। সেই বিশেষ কনট্যাক্ট-এর শর্টকাটও তৈরি করে রাখা যাবে হোম স্ক্রিনে।

যাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়, তাদের জন্য এ শর্টকাট খুব কাজে লাগবে। তবে এই ফিচার নিয়ে এখনও কাজ চলছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে ঠিক কবে তা গ্রাহকের কাছে পৌঁছাবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত