ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বন্ধ হয়ে যাচ্ছে ইনস্টাগ্রামের লাইভ শপিং

বন্ধ হয়ে যাচ্ছে ইনস্টাগ্রামের লাইভ শপিং

লাইভ শপিং ফিচার বন্ধ করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। সম্প্রতি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সতর্ক করেছে যে, আগামী ১৬ মার্চ তারা লাইভ শপিং বন্ধ করতে যাচ্ছে। এ তারিখের পর থেকে ব্যবহারকারী লাইভ স্ট্রিমে পণ্য ট্যাগ করতে পারবে না। ক্রেতাদের এজন্য অপেক্ষা করতে হবে। মূলত ইনস্টাগ্রামের মূল ফিচারের দিকে মনোযোগ ঘোরাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্তব্য করে সংবাদমাধ্যম এনগেজেট। এ সিদ্ধান্তের পাশাপাশি ইনস্টাগ্রাম হোম স্ক্রিন থেকে শপিং ট্যাগ উঠিয়ে নিচ্ছে। এর কয়েক মাস পরে ফেইসবুকও লাইভ শপিং এবং পয়েন্টেড স্টোর থেকে রিলের দিকে সরে আসছে। যদিও ফেইসবুকে শপিং এখনও পোস্ট, রিল ও স্টোরিজের একটি অংশ হিসেবে রয়েছে। তবে মেটা মূলত চাচ্ছে, তার মূল জায়গার দিকে ব্যবহাকারীদের নিয়ে যেতে। তবে এনগেজেট জানায়, মেটা মূলত তার খরচ কমানোর স্বার্থে এমন সিদ্ধান্ত নিচ্ছে। একই কথা সংবাদমাধ্যম গিজমডো জানায়, এর একটি অংশ হিসেবে থাকতে পারে ইনস্টাগ্রামের লাইভ শপিং বন্ধ করা। আর একটি হিসাবে দেখা গেছে যে, লাইভ ব্রডকাস্ট থেকে মেটা আসলে তেমন একটা উপার্জন করতে পারেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত