বহুল আকাঙ্ক্ষিত মিক্সড রিয়েলিটি হেডসেটের উন্মোচনের তারিখ এগিয়ে আনছে টেক জায়ান্ট অ্যাপল। ব্লুমবার্গ সূত্রে জানা যায়, অ্যাপল তাদের এ হেডসেটটি আগামী জুনে অনুষ্ঠেয় ওয়ার্লড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে প্রিমিয়ার করবে। ডিভাইসটির নাম হতে পারে ‘রিয়েলিটি প্রো’। ডিভাইসটি এ এপ্রিলে আসার একটি আন-অফিশিয়াল ঘোষণা থাকলেও হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইস্যুর কারণে তা পিছিয়ে যায়। এ বিষয়ে অবশ্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে জানায় সংবাদমাধ্যম এনগেজেট।
হেডসেটটির সম্ভাব্য দাম ৩ হাজার ডলার। এখানে এমন কিছু ফিচার রাখা হয়েছে; যা মেটা কোয়েস্ট প্রোতে নেই। গুঞ্জন আছে, এটাতে থাকতে পারে ডুয়াল ফোর-কে ডিসপ্লে এবং ওয়াইড রেঞ্জ ক্যামেরা; যা দিয়ে কন্ট্রোলার ফ্রি ইনপুটের মাধ্যমে অ্যাডভান্সড ট্র্যাকিং সম্ভব। ব্যবহারকারী চাইলে আলাদা ব্যাটারি প্যাক ব্যবহার করতে পারবেন। এতে ব্যবহার করা হয়েছে এম২ প্রসেসর। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে এক্সআরওএস। এখানে আইওএসের মতো ইন্টারফেস রয়েছে। এতে ফিঙ্গার পিঞ্চ এবং ভয়েস কমান্ডের মাধ্যমে ইন্টারঅ্যাকশন করা সম্ভব। প্রথম মডেলটি মূলত ক্রিয়েটর এবং আগ্রহীদের জন্য করা। ডেভেলপার কনফারেন্সে এটাকে ডেভেলপারদের জন্য সহায়কভাবে উপস্থাপন করা হবে যেন তা জনগণের পর্যায়ে পৌঁছাতে পারে। আরও এটি গুঞ্জন পাওয়া গেছে, তা হলো অ্যাপল দেড় হাজার ডলারের কোয়েস্ট প্রো-এর মতো আরও একটি ডিভাইস আনতে যাচ্ছে।