২৬ ফেব্রুয়ারি থেকে বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট’। দেশের তথ্যপ্রযুক্তি সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ২৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে পাঁচদিনের এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান আয়োজক কমিটির আহ্বায়ক ও বিসিএস-এর সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া। বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএস কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, বিসিএস পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম, ইভেন্ট কমিটির চেয়ারম্যান কাজী আশরাফুল আলম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান টিটো, টাইটেল স্পন্সর বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেডের প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমন্টের প্রধান এ কে এম দিদারুল ইসলামসহ স্পন্সর প্রতিষ্ঠান, টুর্নামেন্ট আয়োজক কমিটি ও ১৬টি দলের প্রতিনিধিরা।