ভারতে আইফোন তৈরিতে বাধার সম্মুখীন অ্যাপল

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

ভারতে আইফোন উৎপাদন করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে অ্যাপল। সম্প্রতি এমনই একটি খবর এসেছে ফাইন্যান্সিয়াল টাইমসে। করোনা সংক্রান্ত বিধিনিষেধ এবং আমেরিকা ও চীনের মধ্যে চলমান সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে অ্যাপল তার উৎপাদন চীন থেকে সরিয়ে ভারতে নিয়ে যায়। সংবাদ মাধ্যমটি জানায়, টাটা গ্রুপের সঙ্গে সমন্বিতভাবে দক্ষিণ ভারতে কেসিংয়ের কারখানা করে অ্যাপল। কিন্তু সমস্যা হলো, সেখান থেকে অ্যাপল সাপ্লাইয়ার ফক্সকনে পাঠানো প্রোডাকশন কম্পোনেন্টের মাত্র অর্ধেক ভালো অবস্থায় পাওয়া গেছে। এ অর্ধেক ভালো কম্পোনেন্ট দিয়ে অ্যাপলের জিরো ডিফেক্ট গোলের শর্ত পূরণ হয় না বলে মন্তব্য করে রয়টার্স। ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, লজিস্টিক, ট্যারিফ এবং অবকাঠামোগত সমস্যার কারণে ভারতে উৎপাদন প্রক্রিয়া ধীর গতির হচ্ছে। তবে এ বিষয়ে অ্যাপল এবং টাটা থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। ভারত সরকারের অনুরোধে ২০১৭ সালে অ্যাপল ভারতে আইফোন সংযোজন করার কাজ শুরু করে। এদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী বলেছেন, অ্যাপল যেখানে ভারতে তাদের ২৫ শতাংশ উৎপাদন করতে চেয়েছিল সেখানে এখন মাত্র ৫ থেকে ৭ শতাংশ উৎপাদন হচ্ছে।