গ্রাহকদের জন্য ই-সিম চালু করল রবি। রবির ৪.৫জি ই-সিমের মাধ্যমে দেশের সেরা ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ২২ ফেব্রুয়ারি গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এমন তথ্য জানিয়েছে রবি। ই-সিম ব্যবহার করে রবির সব প্রি-পেইড ও পোস্ট-পেইড গ্রাহকরা সরাসরি তাদের স্মার্টফোন থেকে কাঙ্ক্ষিত রবির পণ্য ও সেবাগুলো সক্রিয় করতে এবং উপভোগ করতে পারবেন। ই-সিম চালু করতে গ্রাহকদের রবি সার্ভিস সেন্টার অথবা অনলাইনে বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে। ই-সিম যেহেতু ভার্চুয়াল ধরনের, তাই গ্রাহকদের সিম হারিয়ে যাওয়া নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না। পাশাপাশি স্মার্টফোনে সিমকার্ড প্রবেশ করানো ও খোলার ঝামেলা এড়াতে পারবেন গ্রাহকরা। ব্যবহারকারীরা তাদের ফোনে একাধিক ই-সিম সংরক্ষণ করতে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ই-সিমের কিউআর কোড হারিয়ে গেলে যতবার প্রয়োজন তা ডাউনলোড করা যাবে।