শুরু থেকেই টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে চলছে। একে অপরকে টেক্কা দিতে নতুন নতুন ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্মগুলোতে। এবার টেলিগ্রাম আনতে চলেছে নতুন এক ফিচার। যার মাধ্যমে চ্যাট ট্রান্সলেট করতে পারবেন ব্যবহারকারীরা। এখন থেকে বিশ্বের যে ভাষায় আপনাকে মেসেজ দিক না কেন তা ট্রান্সলেট করে পড়তে পারবেন। আবার উত্তরও জানাতে পারবেন। তবে চ্যাট, গ্রুপ এবং চ্যানেলের জন্য ঘোষিত এ রিয়েল-টাইম ট্রান্সলেশন ফিচারটি শুধু প্রিমিয়াম ভার্সন ব্যবহারকারীরাই পেতে পারেন।
অর্থাৎ এ ফিচারটি ব্যবহার করতে ব্যবহারকারীদের টেলিগ্রামের প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে। অ্যাপটিতে এরই মধ্যে প্রোফাইল পিকচার মেকার, ইমোজি ক্যাটাগরি, নেটওয়ার্ক এবং অটো সেভ মিডিয়ার মতো আরও কিছু ফিচার যুক্ত করা হয়েছে। এই ফিচারগুলোর বিশেষ ফিচার হলো ‘রিয়েল টাইম চ্যাট ট্রান্সলেশন’। আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিশ্চিত হওয়ার পর এ ফিচার যুক্ত হবে। চ্যাটে ঢুকলেই আপনি ভাষা পরিবর্তনের অপশন পাবেন।