অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগলের ৩ ফিচার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

এবার স্মার্টফোনের জন্য বিশেষ কয়েকটি ফিচার নিয়ে এলো গুগল। এখন থেকে নতুন ফোন কেনার পর ফোনেই এসব ফিচার পাবেন। যেগুলো আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হত ব্যবহারকারীকে।

খুব শিগগির এসব ফিচার যুক্ত হতে চলেছে সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে। আইফোন ব্যবহারকারীরাও পাবেন ফিচারগুলো। স্পেনের বার্সেলোনা শহরে ২০২৩ সালের ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে গুগল বেশ কিছু বড় ফিচার আনার কথা ঘোষণা করেছে। এরই মধ্যে কিছু ফিচার শিগগির লঞ্চ করা হবে।