ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অটোমোটিভ শোতে ফোটন কমার্শিয়াল ভেহিক্যালের আয়োজন

অটোমোটিভ শোতে ফোটন কমার্শিয়াল ভেহিক্যালের আয়োজন

রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচলে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো। দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই মটরস এ শোতে ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল নিয়ে অংশগ্রহণ করেছে। ফোটন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত কমার্শিয়াল ভেহিক্যাল ব্র্যান্ড। বাংলাদেশে এসিআই মটরস, ফোটন কমার্শিয়াল ভেহিক্যালের একমাত্র পরিবেশক। এ ছাড়া ফোটন হলো বিশ্বব্যাপী বাণিজ্যিক যানবাহন বিক্রয় চ্যাম্পিয়ন, যা বিশ্বব্যাপী ১০০টিরও বেশি দেশে উপস্থিতিসহ ১ কোটিরও বেশি বাণিজ্যিক যানবাহন বিক্রি করেছে। এসিআই মটরস ৩ দিনের এ মেলায় প্রদর্শন করেছে ফোটনের বিভিন্ন কমার্শিয়াল ভেহিক্যাল, যার মধ্যে ছিল ১ টন টিএম, ১.২ টন টিএম প্লাস, ১.৫ টন, অ্যাম্বুলেন্স ও মিনিবাস। এসিআই মটরসের সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিনসহ অন্য কর্মকতারা ফোটন প্যাভিলিয়নে উপস্থিত ছিলেন। যেসব গ্রাহক অটোমোটিভ শো থেকে ফোটন গাড়ি কিনেছেন, এসিআই মটরস তাদের প্রত্যেক গ্রাহককে স্মার্টফোন উপহার দিয়েছেন। এ ছাড়া এসিআই মটরস এ শোতে ফোটন ক্রেতাদের জন্য একটি র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা করে। একজন ভাগ্যবান গ্রাহক এ র‌্যাফেল ড্রতে বিজয়ী হিসেবে একটি নতুন Yamaha FZS -V2 পুরস্কার পান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত