ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাজারে আসুস প্রাইম সিরিজের জেড৭৯০-এ মাদারবোর্ড

বাজারে আসুস প্রাইম সিরিজের জেড৭৯০-এ মাদারবোর্ড

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে এনেছে আসুস প্রাইম সিরিজের জেড৭৯০-এ ওয়াইফাই মাদারবোর্ড। ১২ ও ১৩ জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর সমর্থন করবে এ মাদারবোর্ড। মাদারবোর্ডটির ফর্ম ফ্যাক্টর এটিএক্স। থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। প্রাইম জেড৭৯০-এ মাদারবোর্ডটি একটি পাওয়ার ইফিসিয়েন্ট মাদারবোর্ড। প্রসেসর নির্ভরশীল কাজ হউক বা মেমোরি নির্ভরশীল কাজ স্মুথভাবে সম্পাদন করতে মাদারবোর্ডটিতে আছে ইন্টেল টার্বো বুস্ট ম্যাক্স টেকনোলজি ৩.০। আরও সঠিক পাওয়ার, দক্ষতা, স্থিতিশীলতা ও পারফরম্যান্স ডেলিভার করতে এতে আছে ১৬+১ পাওয়ার স্টেজ। মাদারবোর্ডের পাওয়ার সেভিং ফাংশনটিতেও বেশ কয়েকটি সেটিংস রয়েছে, যা সহজেই পাওয়ার খরচ অপ্টিমাইজ করতে পারে ও শক্তি সঞ্চয়কে সর্বাধিক করতে পারে। কুলিংয়ের দিক থেকেও মাদারবোর্ডটি অসাধারণ। প্রাইম জেড৭৯০-এ ওয়াইফাই মাদারবোর্ডটিতে আছে একাধিক অনবোর্ড হিটসিঙ্ক ও হাইব্রিড ফ্যান হেডার রয়েছে। এগুলো এমনভাবে সাজিয়ে তৈরি করা যে তীব্র কাজের চাপেও আপনার রিগটি থাকবে ঠাণ্ডা ও স্থিতিশীল। ডাটা ট্রান্সফারের সময় ল্যাগ অথবা থ্রটলিং বন্ধ করতে স্টোরেজ সিস্টেমেও আছে হিটসিঙ্ক। মাদারবোর্ডটি র‌্যাম আর্কিটেকচার ডুয়েল চ্যানেল ও ডিডিআর৫ টেকনোলজি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত